পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মোটরসাইকেল চালিয়ে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুরের নিজ বাড়িতে যাচ্ছিলেন রাজধানীর ডেমরা থানার এসআই সবুজ আহমেদ (৩০)। পথে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত গাড়ি সবুজ আহমেদকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তার পাশে নির্জনস্থানে পড়ে থাকেন সবুজ। ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায় তার মোটরসাইকেল। এ অবস্থায় অজ্ঞাত গাড়িসহ পালিয়ে যায় চালক। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অচেতন অবস্থায় ঘণ্টাখানেক পরে স্থানীয় এক ব্যক্তি সবুজকে উদ্ধার করে নিয়ে আসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা জানিয়েছেন, নিহত সবুজ ঢাকার ডেমরা থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর এলাকায়। বাবার নাম সিরাজ মিয়া। তিনি আরো বলেন, রাত্রিকালিন ডিউটি শেষ করে সকালে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন সবুজ। ময়না তদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। আবেদন মঞ্জুর হলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
হাইওয়ে পুলিশ ও নিহত পুলিশ সদস্যের স্বজনেরা জানান, গতকাল সকালে ডেমরা থানা থেকে বেরিয়ে সবুজ আহমেদ মোটরসাইকেলে খামারেরচর এলাকার নিজ বাড়িতে যাচ্ছিলেন।
সবুজকে উদ্ধারকারী রুবেল মিয়া জানান, সকালে নরসিংদী শিবপুরের আমতলা জুট মিল সংলগ্ন মেইন রোডে মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সবুজকে। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে যান তিনি। সেখান থেকে পুলিশের সহযোগীতায় ঢামেকে নিয়ে আসা হয়।
অজ্ঞাত গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থেকে তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান তিনি।
নিহতের মামাশ্বশুর জানিয়েছেন, সবুজের এক বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে।
খবর শুনে মোটরসাইকেলটি উদ্ধার করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।