Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএমপি’র ৪ অতিরিক্ত উপ ও ১৪ সহকারী কমিশনারকে বদলি

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার অতিরিক্ত উপ-কমিশনার ও ১৪ জন সহকারী কমিশনারকে বদলি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপি উপ-কমিশনার মাসুদুর রহমান। তিনি বলেন, গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
 বদলিকৃতরা হলেন- ডিএমপির এডিসি মো. কামরুল ইসলামকে এডিসি-অর্থ পদে, এডিসি মো. শরিফুল আলমকে এডিসি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনে, এডিসি আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহকে এডিসি-পিওএম (উত্তর), এডিসি এস এম ইমানুল হককে এডিসি-কল্যাণ হিসেবে বদলি করা হয়েছে।
 এ ছাড়া বদলিকৃতদের মধ্যে এসি তাহমিদুল ইসলামকে এসি-ডিপ্লোমেটিক সিকিউরিটি, এসি মো. শামছুল হককে এসি-প্রোটেকশন, এসি মো. ইকবাল হোসেনকে এসি-ইঅ্যান্ডডি, এসি-হাফিজ আল আসাদকে এসি-ট্রাফিক (রমনা জোন), এসি-সংরক্ষণ ফজলুর রহমানকে এসি (শ্যামপুর জোন), এসি প্রশাসন-তেজগাঁও এ এস এম মুক্তারুজ্জামানকে এসি-ট্রাফিক (সবুজবাগ জোন), এসি-পেট্রল (গুলশান) মো. আশরাফুল করিমকে এসি (বাড্ডা জোন), এসি প্রশাসন (লালবাগ) সিফাত-ই-রাব্বানকে এসি ট্রাফিক (ধানমন্ডি জোন), এসি ইমতিয়াজ মাহবুবকে এসি-গোয়েন্দা (পূর্ব), এসি-প্রশাসন (উত্তরা) মো. মিজানুর রহমানকে এসি (দক্ষিণখান), এসি কাউন্টার টেররিজম ইফতেখায়রুল ইসলামকে এসি (ডেমরা জোন), এসি কাউন্টার টেররিজম আতিকুল ইসলামকে এসি (উত্তরা জোন), এসি-প্রশাসন (ট্রাফিক পূর্ব) আলী আকবর শরীফকে এসি-ট্রাফিক (ডেমরা জোন) ও এসি (পেট্রোল-উত্তরা পূর্ব) মো. ছায়দুল ইসলাম খানকে এসি-প্রশাসন (ট্রাফিক পূর্ব) হিসেবে বদলি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ