Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেভাল একাডেমিতে রেডকিন সমাধি পরিদর্শন রাশিয়ান সেনা দলের

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মহান স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী বাংলাদেশ সফররত রাশিয়ান সেনা দলের সদস্যরা গতকাল (শনিবার) বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রাশিয়ান নাবিক রেডকিনের সমাধি পরিদর্শন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এ প্রতিনিধি দলে ছিলেন কজুরিন ভিক্টর পাভলভিচ, কারামিশেভ ভাদিমির আলেকজান্দ্রোভিচ, সুকানিন আলেকজান্ডার কুজমিক, কলোসকভ নিকোলে নিললায়েভিচ ও তাদের পতœীগণ এবং মইচানভ ভøাদিমির আলেকজান্দ্রোভিচের স্ত্রী মোলচানোভা আন্না মিহায়লোভনা।
এসময় কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ডার, কমডোর এম আবু আশরাফ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর উদ্যোগে ১৯৭২ সালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থানে ডুবে থাকা অসংখ্য নৌযান উদ্ধার ও পাকিস্তানিদের পুঁতে রাখা মাইন অপসারণে তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর একটি টিম চট্টগ্রাম বন্দর এলাকায় আগমন করেন। এ মাইন উদ্ধার করতে গিয়ে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সোভিয়েত উদ্ধারকারী নৌবাহিনীর নাবিক ‘ইউ ভি রেডকিন’ মাইন বিস্ফোরণে প্রাণ হারান। পরবর্তীতে তার লাশ নিজ দেশে নিয়ে যাওয়া হয়নি। দু’দেশের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বিদেশি নাবিককে বন্দরের মোহনার কাছে কর্ণফুলী নদীতীরেই সমাহিত করা হয়। সেখানে পরে নির্মাণ করা হয় একটি স্মৃতিস্তম্ভ। যা রেডকিনের সমাধি হিসেবেই পরিচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ