Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিইউতে ‘বাংলাদেশের বাল্যবিবাহ : সাম্প্রতিক উন্নয়ন’ শীর্ষক সেমিনার

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) আইন বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশে বাল্যবিবাহ : সাম্প্রতিক উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার গতকাল শনিবার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মিস তাসলিমা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের  সদস্য নূরুন নাহার ওসমানী। মূল বিষয়ের উপর আলোচনায় অংশ নেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন, নারী পক্ষের প্রকল্প পরিচালক রওশন আরা, আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র উপ-পরিচালক নীনা গোস্বামী এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রকল্প ব্যবস্থাপক মিতালী জাহান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর। সেমিনারে বাংলাদেশ ইউনিভার্সিটির সকল ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ