Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকিটের বদলে এবার আঙুলের ছাপ ভারতের এয়ারপোর্টে

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : টিকিট লাগবে না, বুড়ো আঙুলের ছাপ দিয়েই ঢুকতে পারবেন এয়ারপোর্টে। শিগগিরই এই প্রস্তাব বাস্তবায়িত করতে চলেছে বিমান পরিবহণ মন্ত্রক। এই প্রকল্প সফলভাবে রূপায়িত হলে পরবর্তী ধাপে ঘরোয়া বিমানে ওঠার জন্যও বুড়ো আঙুলের ছাপই হবে যথেষ্ট। এ বিষয়ে ইতোমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের মাধ্যমে টার্মিনালে যাত্রীদের ঢুকতে দেয়ার বিষয়টি হায়দরাবাদ বিমানবন্দরে চালুও করা সম্ভব হয়েছে। আর কিছুদিনের মধ্যেই গোটা দেশে এই ব্যবস্থা চালু হবে। ইতোমধ্যে ১০০ কোটিরও বেশি আধার কার্ড ইস্যু করা হয়েছে। আধার কার্ডের মাধ্যমে যে কোনো ব্যক্তির বায়োমেট্রিকস, আঙুলের ছাপ, চোখের স্ক্যান সবই ন্যাশনাল ডিজিটাল রেজিস্ট্রিতে থাকছে। এই ব্যবস্থা চালু হলে বিমানের টিকিট কাটার সময় ক্রেতার কাছ থেকে তার আধার নম্বর চাওয়া হবে। এয়ারপোর্টে ঢোকা ও প্লেনে চড়ার সময় বুড়ো আঙুলের ছাপ নিয়েই যাত্রীর বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের কাজ হয়ে যাবে। বর্তমানে এয়ারপোর্টে ঢোকার আগে যাত্রীদের বিমান টিকিট ও একটি বৈধ পরিচয়পত্র দেখাতে হয়। এই ব্যবস্থা চালু হয়ে গেলে থাম্ব ইমপ্রেশনই পরিচয়পত্রের কাজ করবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ