পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কর্তৃক আয়োজিত মেডিকেল ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি বিষয়ক (মেডিটেক ২০১৬) প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ইউনিভার্সিটির নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. আবুল কালাম আযাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক ড. এম আনোয়ারুল্লাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ড. মহিউদ্দিন ওসমানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ এর ভিসি অধ্যাপক ড. এম রিজওয়ান খান এবং স্বাগত বক্তব্য রাখেন মেডিটেক ২০১৬ পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক খাজা ইফতেখার আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউআইইউ প্রো-ভিসি অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান, অধ্যাপক শেখ আনোয়ারুল ফাত্তাহ, ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন। বক্তারা মানবজাতির ভবিষ্যতকে নিরাপদ রাখা এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং প্রতিবন্ধীদের জীবন ব্যবস্থার মানউন্নয়নে মেডিটেক সম্মেলন সূদুর প্রসারী ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। দুই দিনব্যাপী সম্মেলনে আমেরিকা, বৃটেন, কানাডাসহ ১২টি দেশের গবেষকবৃন্দ ৪০টি রিসার্চ পেপার উপস্থাপন করেন। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিশেষজ্ঞগণ, বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক, গবেষক ইউআইইউ ট্রেজারার, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।