Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূরুঙ্গামারীর প্রথম কৃষি কালেকশন পয়েন্ট পথচলা শুরু

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভূরুঙ্গামারী (কড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে মার্কেটিং লিংকেজ তৈরির উদ্দেশ্যে কালেকশন পয়েন্টের উদ্বোধন করেছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্টের (আইএফএমসি) সহযোগিতায় শনিবার জয়মনিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডভুক্ত আইকুমারী ভাতী গ্রামে এই কৃষি কালেকশন পয়েন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান। উপস্থিত ছিলেনÑ উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান, কৃষক সমিতির সভাপতি মাহবুব আলী, সম্পাদক আব্দুল আলীম, আওয়ামী লীগ নেতা জাবেদ আলী মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলীম, শহিদুল ইসলাম, শাহীন সুলতান, স্থানীয় কৃষানী ফাতেমা বেগম, রোকেয়া বেগম, মাহমুদা বেগমসহ সমিতির ৬০ জন কৃষক-কৃষাণী ও স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ব্য এড়িয়ে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনে হাট-বাজারের ন্যায় কার্যকর ভূমিকা পালন করবে ভূরুঙ্গামারী- কুড়িগ্রাম রোডস্থ এই কৃষি কালেকশন পয়েন্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের মাধ্যমে কৃষককে লাভবান করতে কেবলমাত্র কৃষকদের দ্বারাই গঠিত এবং পরিচালিত এ ধরনের ইতিবাচক উদ্যোগ অত্র উপজেলায় এটাই প্রথম।    



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ