পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আশুগঞ্জ উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা চালু করার ১০ দিন না যেতেই আবার ও উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার সন্ধায় এ্যমোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটির কারণে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়। এ্যামোনিয়া প্লান্টে ত্রুটির জন্য চলতি মাসে এনিয়ে দুই বার উৎপাদন বন্ধ হয়েছে। এদিকে কারখানা বন্ধ থাকায় প্রতিদিন দেড় কোটি টাকা মূল্যের ১২শ’ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে।
কারখানার কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, গ্যাস সংকটের কারণে দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ থাকার পর গত ২২ নভেম্বর সকালে কারখানার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। কিন্তু উৎপাদন চালু করার ২ সপ্তাহ না যেতেই গত ৫ ডিসেম্বর এ্যামোনিয়া প্লান্টের বেনফিল্ড বাল্ব লিকেজের কারণে ফের উৎপাদন বন্ধ হয়ে যায়। দুই দিন বন্ধের পর গত ৭ ডিসেম্বর চালু হয়। কিন্তু কারখানা চালু করার ১০ দিন না যেতেই আজ শনিবার সন্ধায় সাড়ে ৫টায় কারখানার এ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কমপ্রেসারে ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামত শেষে পুনরায় উৎপাদনে আসতে ৮/৯ দিন সময় লাগতে পারে। এ ব্যাপারে কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম কারখানা বন্ধের ব্যাপারে সত্যতা নিশ্চিত করে জানান, ত্রুটি মেরামতের কাজ চলছে। ত্রুটি মেরামত শেষে উৎপাদনে ফিরে আসতে ৮/৯ দিন সময় লাগতে পারে। তিনি বলেন, কারখানাা গুদামে পর্যাপ্ত পরিমাণ আমদানি সার মজুদ আছে। সুতরাং সার সংকটের সম্ভাবনা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।