Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে ঋণের মামলায় ১২ কৃষক জেলে

কৃষকদের দাবি টাকা পরিশোধ করা হয়ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

পাবনার ঈশ্বরদী উপজেলায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে করা একটি মামলায় ৩৭ জন কৃষকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন পাবনার সিনিয়র জুডিশিয়াল আদালত। বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত তাদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য মতে, বাংলাদেশ সমবায় ব্যাংক নামের একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিলেন ওই কৃষকেরা। ঋণের টাকা পরিশোধ করার পরও তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের দাবি। বাংলাদেশ সমবায় ব্যাংকের জেলা কার্যালয় পাবনা শহরের এলএমবি মার্কেটে। গতকাল দুপুরে সেখানে গিয়ে ওই কার্যালয় বন্ধ পাওয়া যায়।

গ্রেফতারকৃত ১২ কৃষক হলেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের শুকুর প্রামাণিকের ছেলে আলম প্রামাণিক, মনি মণ্ডলের ছেলে মাহাতাব মণ্ডল, মৃত সোবহান মণ্ডলের ছেলে আবদুল গণি মণ্ডল, কামাল প্রামাণিকের ছেলে শামীম হোসেন, মৃত আয়েজ উদ্দিনের ছেলে সামাদ প্রামাণিক, মৃত সামির উদ্দিনের ছেলে নূর বক্স, রিয়াজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আকরাম, লালু খাঁর ছেলে মোহাম্মদ রজব আলী, মৃত কোরবান আলীর ছেলে কিতাব আলী, হারেজ মিয়ার ছেলে হান্নান মিয়া, মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ মজনু ও মৃত আখের উদ্দিনের ছেলে মোহাম্মদ আতিয়ার রহমান। তারা সবাই প্রান্তিক কৃষক।

মামলার সূত্রে জানা যায়, বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা করে ঋণ নয়েছিলেন ৩৭ জন কৃষক। এই ঋণ ফেরত না দেওয়ার অভিযোগে ২০২১ সালে তাদের বিরুদ্ধে মামলা হয়। পরে আদালত বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেন।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ২০২১ সালে ওই ৩৭ কৃষকের বিরুদ্ধে মামলা করা হয়। পরে আদালত গত বুধবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর ভিত্তিতে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃষকেরা দাবি করেন, তারা ঋণের টাকা পরিশোধ করেছেন। এরপর কেন মামলা হলো, তা তারা জানেন না।



 

Show all comments
  • Hasan Kabir ২৬ নভেম্বর, ২০২২, ৩:৫৮ পিএম says : 0
    এট খুবই প্রশংসনীয় বিচার এবং গৃহীত ব্যবস্থা। সরকারের দায়িত্ব এবং ভূমিকা এরকমই হওয়া আশ্যক। তবে যারা শত কোটি, হাজার কোটি, লক্ষ কোটি টাকা করে ঋণ নিয়ে ফেরত না দিয়ে দেশের ধ্বংস নিয়ে এসেছে, তাদের ব্যাপারে বিজ্ঞ বিচারক মহোদয়গণ কী ব্যবস্থা নিয়েছেন? নর্তকী, গায়ক-গায়িকাদের জন্য তো প্রধানমন্ত্রী লক্ষ কোটি টাকা অনুদান দিচ্ছেন, ব্যয় করছেন; এসব প্রান্তিক কৃষকদের জন্য এই বুঝি তাঁর উপহার!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ