Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রদলের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল

সভাপতি-সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ১২:০২ এএম

=নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়ি বহরে হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল বের করা হয়। অন্যদিকে, ল²ীপুরে পুলিশি বাধায় ছাত্রদলের মিছিল পÐ এবং মাগুরায় পুলিশী বাঁধার মুখে পড়তে হয় নেতাকর্মীদের। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

স্টাফ রিপোর্টার, ল²ীপুর থেকে জানান, ল²ীপুরে পুলিশের বাধায় মিছিল পÐ হয়ে যায়। গতকাল দুপুরে ল²ীপুরে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ল²ীপুরের বাসভবন প্রাঙ্গণ থেকে বের হয়ে বাজারের গোডাউন এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীরা দিকবেদিক ছুটোছুটি করতে থাকে। একপর্যায়ে তাদের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে যায়। এঘটনার পর থেকে গোডাউন রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির আহবানে মাগুরা জেলা ছাত্রদল গতকাল দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করে। ইসলামপুর পাড়া জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে জুতাপট্রি জেটিসি সড়ক প্রদক্ষিণ করে। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী, ইমরান হোসেন, সসুলতান জাহাঙ্গীর সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান, মাগুরা সদর থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার, জেলা যুবদলের সহ সভাপতি আমিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু মিছিলে নেতৃত্ব দেন।

নেত্রকোণা জেলা সংবাদদাতা জানান, হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল দুপুরে নেত্রকোণা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেে জেলা শহরের হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন, নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ সভাপতি শামসুল হোদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদসহ প্রমুখ।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। গতকাল সকালে শহরের আমতলা মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কে বের হতে গেলে পুলিশী বাঁধার মুখে পড়ে। পরে পুলিশের বেড়িকেটের মধ্যেই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা ছাত্রদল। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দ্বিপু। সমাবেশে বক্তারা ছাত্রদল নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রাতাবাদ জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন।

ইবি সংবাদদাতা জানান, বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখ পাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ইবি থানা গেট প্রদক্ষিণ করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহŸায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ন-আহŸায়ক আনোয়ার পারভেজ, পুলকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ