Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহী সীমান্তে কঙ্কাল উদ্ধার

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর চর মাজারদিয়াড় সীমান্তের মাজারদিয়াড় পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার এবার মানুষের ১১টি মাথার খুলিসহ দেহের নানা অঙ্গের হাড়গোড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবির-১ ব্যাটলিয়নের অধিনায় লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান জানান, মানুষের কঙ্কাল চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে চর মাজারদিয়াড় সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। তবে সেখান থেকে উদ্ধার করা হয় মানুষের ১১টি মাথার খুলি ও দেহের নানা হাড়গোড়। জব্দ করা কঙ্কালগুলোর আনুমানিক মূল্য এক লাখ ৫৯ হাজার টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। কয়েক মাস আগে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে অভিযান চালিয়ে বেশ কিছু কঙ্কালসহ দুই ডোমকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। তখন তারা পুলিশকে জানিয়েছিল, সীমান্ত পথে কঙ্কাল আসে ভারত থেকে। কঙ্কাল চোরাচালানে সীমান্তে অন্তত ২০টি চক্র সক্রিয় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ