পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা ঃ উপজেলার ভুজপুরে গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আরমানকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে শ্বশুর বাড়ি থেকে নিহত মাজুমা (২৭) এর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতের কোন এক সময় আরমান তার স্ত্রীকে হত্যা করে। পরে আরমান তার স্ত্রীর আত্মীয়-স্বজনকে জানায় মাজুমা আত্মহত্যা করেছে। মাজুমার স্বজনেরা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে মাজুমার গলায় আঘাত দেখতে পায়।
এ ব্যাপারে ভূজপুর থানার ওসি আবদুল লতিফ জানান, স্ত্রীকে হত্যার দায়ে আরমানকে আটক করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। স্বামী বলছে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে মহিলার গলার নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।