পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও চট্টগ্রামের সাবেক এমপি শামশুল ইসলামকে ডিভিশন (প্রথম শ্রেণির বন্দির মর্যাদা) প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির ও অ্যাডভোকেট শাহাদত হোসেন। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
এর আগে গত ১৪ নভেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা প্রদানে হাইকোর্ট আদেশ দেন। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আব্বাস উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।