পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও হেফাজতের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৭ ডিসেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে নগরীর গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে 'জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন' অনুষ্ঠিত হবে।
জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির দায়িত্বশীলদের নিয়ে গঠিত উপ-কমিটির বৈঠক আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার অনুরোধ জানানো হয়। রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত মহাসচিবের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ আজহারীর পরিচালনায় বৈঠকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, দফতর সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।