Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ধর্ষণের অভিযোগে গাড়িচালক গ্রেফতার

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:৪৫ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের রাজধানীতে গতকাল একটি ব্যক্তিগত গাড়ির ভিতরে এক নারীকে ধর্ষণের অভিযোগে ওই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতা নারী পুলিশকে জানান, বুধবার রাতে তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় লোকটি তার গাড়িতে করে তাকে গন্তব্যে পৌঁছে দেবার প্রস্তাব দেয়। তদন্তকারী পুলিশ কর্মকর্তা রেখা একটি বার্তা সংস্থাকে বলেন, ধর্ষিতার জবানবন্দী নেয়া হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন যে, চালক গাড়ির ভেতরেই তাকে ধর্ষণ করে। তিনি বলেন, ‘আমরা ওই চালককে গ্রেফতার করেছি।’
তিনি আরো বলেন, পুলিশ গাড়িটি জব্দ করেছে এবং এ ব্যাপারে একটি তদন্ত শুরু করেছে। রেখা জানান, অভিযুক্ত লোকটি ভারতের আধাসামরিক বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক সদস্যের ব্যক্তিগত গাড়ির চালক। সূত্র : এএফপি।



 

Show all comments
  • Kamal uddin bhuiyan ১৭ ডিসেম্বর, ২০১৬, ৮:২৭ এএম says : 0
    Rapidly finished the trayal face to the driver.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ