পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৯তম এশিয়ান আর্ট বিয়েনাল বাংলাদেশ-২০২২ সামনে রেখে জাতীয় কমিটির ৪র্থ সভা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে । ৮ ডিসেম্বর মাসব্যাপী এশিয়ান আর্ট বিয়েনালের পর্দা ওঠতে যাচ্ছে, যা চলবে ৭ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের ১৯ তম এশিয়ান আর্ট বিয়েনালে ১১৩ টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক আর্ট ক্যাম্প, শিশু কর্ণার, নৌবিহার, আর্ট পারফরর্মেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
এতে অংশ নেন জাতীয় কমিটির সদস্যগণ- বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সিনিয়র চারু শিল্পী ও সংস্কৃতি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা। সভায় এশিয়ান আর্ট বিয়েনালের সার্বিক প্রস্তুতি পরিস্থিতি তুলে ধরেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কমিটির সদস্য সচিব জনাব লিয়াকত আলী লাকী।
সভায় এশিয়ার বৃহত্তম এ চারুকলা প্রর্দশনী আয়োজন উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনা, প্রদর্শনী আয়োজন, বিদেশি অতিথি শিল্পীদের অ্যাপায়ন ও প্রদর্শনী সাজসজ্জা ও প্রচার বিষয়ে মতামত তুলে ধরেন কমিটির সদস্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।