Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফকির মামুনকে আহবায়ক ও সাঈদ লিয়নকে সদস্য সচিব করে জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ৬:৩৫ পিএম

জাতীয় ছাত্র সমাজের মেয়াদার্ত্তীন কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। ছাত্র সমাজের আসন্ন সম্মেলনকে সামনে রেখে ৭৩ সদস্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফকির মামুন আহবায়ক ও সাঈদ লিয়ন সদস্য সচিব করা হয়েছে।

শনিবার ১৯ অক্টোবর জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ এবং জাতীয় ছাত্র সমাজ মনিটরিং কমিটির সদস্য ও সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান টিটুর পরামর্শ ও সুপারিশক্রমে কেন্দ্রীয় আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।৭৩ সদস্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটি অনুমোদন দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্। এতে বলা হয়েছে এরইমধ্যে এ আদেশ কার্যকর করা হয়েছে।

এদিকে শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতার রজনৈতিক কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের সম্মেলনকে সামনে রেখে মেয়াদার্ত্তীন কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি গঠন করায় সদস্য সচিব আবু সাঈদ লিয়নের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের নেতারা বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ ও দলীয় মূখপাত্র কাজী মামুনূর রশীদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় ছাত্র নেতাদের দল ও বেগম রওশন এরশাদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ৯০ উত্তর সংগ্রামী ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নূরুল ইসলাম নূরু, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান টিটু, আইডিয়াল কলেজের সাবেক ভিপি মোস্তাকুর রহমান, এজাজ খান, মঞ্জুরুল হক সাচ্চা, জহির উদ্দিন জহির, শেখ রুনা, মো. নাসির উদ্দিন মুন্সী ও ইসরাফিল হোসেনসহ অন্যান্য নের্তৃবৃন্দ।

জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- হাফসা সুলতানা, আব্দুস সালাম খান, মো. সোয়াইব ইসলাম, অমিত সিকদার, সোবহান মজিব বিদ্যুৎ, খালিদ হাসান অনিক, ফরহাদ হোসেন, ওয়াজেদ মোল্লা, মো. মোমিন, শামসুজ্জোহা রিপন, সাব্বির হোসেন বেলাল, অপু রায়হান আকাশ, টগর কুমার ঘোষ, নাজমুল হোসেন জিকু, আরব আলী জয়, শওকত আলী, আসাদুজ্জামান টিটু, মো. সম্রাট কাজী , জানেবুর রহমান বিপুল, মো. রুবেল ইসলাম, নূর মোহাম্মদ, আমিনুল ইসলাম ইমন ও শাহ্ দেলোয়ার হোসেন শিপন।

অন্যান্য সদস্যরা হলেন- রাহুল দেব বর্মণ, গোলাম রাব্বানী, রেদোয়ান সরদার, রিপন মাহমুদ, শাহীনুর রহমান, বিথিয়া ইসলাম তিথি, আরিফ হোসেন, রায়হানা পারভীন, আব্দুর রহমান, ইমরান হোসেন, মুকুল হোসেন, হামিদুল ইসলাম, সবুজ ইসলাম, সিয়াম আহমেদ, মোছা. রওনক জাহান, জাকির হোসেন বাবুল, আহসান হাবীব, মো. সোহেল রানা, আফ্রিদি শাহ, আব্দুল্লাহ সাব্বির জিওন, নাদিরা পারভীন, শেখ ফরিদ, আবরার শাহরিয়ার আফিফ, মো. সুমন ফকির, নাজমুল হাসান হৃদয়, ওসমান গণি, রোকন ইসলাম খান, সৌরভ চন্দ্র, আনসারুল হক সালমন, সারোয়ার হোসেন, সাঈদ বিন আবি, মিজানুর রহমান রনি, নুরুল ইসলাম পাপু, তানভির হাসান মিলন, আসমা আজিজ, মো. আজাহারুল ইসলাম, মেহেদী হাসান রাকিব, মিজানুর রহমান সাজু, মো. ইমরান, রাজা হোসেন, মো. তুহিন, মো. ইয়াসিন, আল মামুন, সজিব চৌধুরী, মো. কাইফ, মো. সুমন, মো. আব্দুল হামিদ, হুসাইণ আজাদ ও তাহমিদ হাসান দিপু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ