পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে বাংলাদেশে আনতে আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ কর্পোরেশনকে গুণতে হয়েছে ১১ লাখ ৮০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা)। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আগামীকাল শুক্রবার নোরা ফাতেহির বাংলাদেশ সফরের কথা রয়েছে। দেশে একদিন অবস্থান করবেন আইটেম গার্ল খ্যাত এ অভিনেত্রী। এসময় তার বেসরকারি হোটেল লা মেরিডিয়ানে রাত্রিযাপনের কথা রয়েছে। এজন্য হোটেল ভাড়া (থাকা খাওয়াসহ) গুণতে হবে ১০ হাজার টাকা।
আবেদনপত্র অনুযায়ী, ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শ্যুটিংয়ে অংশগ্রহণের জন্য ১১ লাখ ৮০ হাজার রুপি পারিশ্রমিকে (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা) একদিনের সফরে বাংলাদেশে আসছেন নোরা ফাতেহি। অবস্থানকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিনি শ্যুটিংয়ে অংশ নেবেন। এসময় সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেবেন। জানা গেছে, বাংলাদেশে ডকুমেন্টারি শ্যুটিং ও পুরস্কার বিতরণী মিলিয়ে ৪০ মিনিটের প্রোগ্রামে উপস্থিত থাকবেন বলিউডের লাস্যময়ী এ তারকা। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, চুক্তিপত্র অনুযায়ী ৩০ শতাংশ অগ্রিম করও প্রদান করা হয়েছে।
এদিকে গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে নোরা ফাতেহির বাংলাদেশে সফরে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শ্যুটিংয়ে অংশগ্রহণের জন্য নোরা ফাতেহির বাংলাদেশে আগমনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। উইমেন লিডারশিপ কর্পোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
জানা গেছে, বাংলাদেশে অবস্থানকালে কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ ফুটবল বিশ্বকাপের থিম সং-য়ে পারফর্ম করবেন নোরা ফাতেহী। এর আগে নোরা ফাতেহিকে নিয়ে বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানের সম্মানি এবং অন্যান্য খরচ থেকে উৎসে কর প্রদান নিশ্চিতের কথা বলেছিল রাজস্ব বোর্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।