Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সরকার জ্ঞান-ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে : ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ৯:২৪ পিএম

ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সরকার জ্ঞান-ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে। তিনি সাঁথিয়া উপজেলার বলরামপুর বিএইচসিএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় আজ এ কথা বলেন। এ সময় তিনি নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

তিন বলেন, শিক্ষা খাতে ব্যয়ের অপর নাম বিনিয়োগ। শিক্ষা খাতে বরাদ্ধ বৃদ্ধির মাধ্যমে শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে। আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরি করা হয়েছে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আর স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার কারণে মেধাবী সন্তানরা বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছে।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, "ভৌগলিক স্বাধীনতা অকার্যকর হয়ে যাবে যদি অর্থনৈতিক মুক্তি না আসে।" আর অর্থনৈতিক মুক্তি আনয়নে জাতির পিতা জ্ঞান ভিত্তিক, শিক্ষিত সমাজ গঠনে কুদরত ই খোদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন।

মো: শামসুল হক টুকু বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অসাম্প্রদায়িক ভাবধারা চালু করেছেন। সকল ধর্মের মানুষকে তাঁর নিজস্ব ধর্ম সম্পর্কে জানার সুযোগ তৈরি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু আর সেটি বাস্তবায়ন করে চলেছেন তাঁর কন্যা। বর্তমান সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীকে মানবসম্পদে পরিণত করতে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করে সাধারণ শিক্ষা ব্যাবস্থার সমমর্যাদা প্রদান করেছে।

তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার প্রতিষ্ঠান কোন জঙ্গি তৈরির কারখানা নয়। মাদ্রাসায় বর্তমানে নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত, দক্ষ মানবসম্পদ তৈরি করা হচ্ছে। প্রতিটি মাদ্রাসায় বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে পাঠদান করতে হবে।

এর আগে তিনি সাঁথিয়া উপজেলাধীন মেহেদীনগর এম,সি,কে আলিম মাদ্রাসার নব-নির্মিত চার তলা ভবনের উদ্বোধন ঘোষণা করেন।

বিএচইসি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: হাসান আলী খান, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ হোসেন, মীর মঞ্জুর এলাহী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ