Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদ সম্পর্কে টিআইবি এবং প্রতিবেদকের বক্তব্য

| প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

১৩ নভেম্বর দৈনিক ইনকিলাবে প্রকাশিত ‘ভয় দেখাতে প্রয়োগ হচ্ছে দুদক আইনের ১৯(৩) ধারা’ শীর্ষক প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের উদ্ধৃতি ব্যবহারের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। গতকাল সোমবার এ বিষয়ে সংস্থার পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) শেখ মনজুর-ই-আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, টিআইবি’র নির্বাহী পরিচালক উল্লিখিত প্রতিবেদনের বিষয়বস্তু বা অন্য কোনো বিষয়ে সম্প্রতি দৈনিক ইনকিলাবের কোনো সংবাদকর্মীর সঙ্গে কোনো ধরনের আলোচনা করেননি বা কেউ তাঁর সঙ্গে যোগাযোগও করেনি। অথচ তাঁকে উদ্ধৃত করে প্রতিবেদনে মন্তব্য প্রকাশ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। কারো সাক্ষাৎকার না নিয়ে, তাঁর উদ্ধৃতি প্রকাশ করা সাংবাদিকতার নীতিবহির্ভুত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মনগড়া মন্তব্য প্রকাশ করায় টিআইবি সম্পর্কে জনমনে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টির ঝুঁকি রয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবাদে।
প্রতিবেদকের বক্তব্য : টিআইবি’র সংবাদকে দৈনিক ইনকিলাব সবসময় অত্যন্ত গুরুত্বসহকারে প্রকাশ করে। উল্লেখিত প্রতিবেদনটি ১৩ নভেম্বর প্রকাশিত হলেও এটির তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে গত জুলাই মাসে। ব্যবহৃত উদ্ধৃতিটি সাম্প্রতিক নয়। ভবিষ্যতে টিআইবি এবং সংস্থার নির্বাহী পরিচালকের বক্তব্য উদ্ধৃত করার ক্ষেত্রে প্রতিবেদক আরো সতর্ক থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ