Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহ দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ প্রস্তুত: আমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ৭:৫৬ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার জোর জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে বসে আছে জগদ্দল পাথরের মতো, উন্নয়নের কথা বলে তারা জনগণকে ধোকা দিয়ে যাচ্ছে। দিনে-রাতে এখন বিদ্যুৎবিহীন থাকে দেশ, অপ্রতুল গ্যাসের দাম বৃদ্ধি করে সৃষ্টি করেছে জনদূর্ভোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন। মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের এখন বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। জনগণের পক্ষের দল হিসাবে বিএনপি যখন এ সবের প্রতিবাদ করতে রাস্তায় নামে তখনই তারা গুলি করে শান্তিপূর্ণ কর্মসূচিতে। বর্তমান ভয়াবহ দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ এখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মোহাম্মদপুর ও আদাবর থানা বিএনপির যৌথসভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আমান উল্লাহ আমান ও সঞ্চালনা করেন উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

সদস্য সচিব আমিনুল হক বলেন, জনগণের অধিকার হরণ করে লাঠি, গুলি, টিয়ার গ্যাসের মাধ্যমে যারা ক্ষমতায় থাকতে চায় তারা নিঃসন্দেহে ফ্যাসিবাদী। আর আমাদের লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে। তিনি বলেন, আমরা রক্ত দিতে শিখেছি, জীবন দিতে শিখেছি, আমরা আমাদের অধিকারের জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত। আমরা জনগণের অধিকার আদায়ে জনগণকে সাথে নিয়ে লড়াই করেই বিজয় ছিনিয়ে আনবো। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় স্মরণকালের ঐতিহাসিক গণসমাবেশে বিপুল লোক সমাগম ঘটিয়ে আমরা সরকারকে বুঝিয়ে দিবো-জনগণ আর বর্তমান কর্তৃত্ববাদী সরকারকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।

যৌথ কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম মতিন, যুগ্ম আহবায়ক ও টিম প্রধান মো. আক্তার হোসেন, সদস্য হাজী মো. ইউসুফ, ফয়েজ আহম্মেদ ফরু, ঢাকা মহানগর উত্তরের কৃষকদল সভাপতি আসজাদুল আইরিশ ডল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিঠু, জাসাস উত্তরের সভাপতি শফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, ছাত্রদল পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ নাসির, সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ সহ ঢাকা মহানগর উত্তরের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ