Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

১০ ডিসেম্বরের গণ সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে যাবে বিএনপির প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ৭:৩৯ পিএম

ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপি নেতারা। ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির গণ সমাবেশের অনুমতি নেয়ার জন্য পুলিশ কমিশনার সাথে বৈঠক করবে বলে জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম।

মঙ্গলবার সকাল দশটায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অফিসে বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হকএবং রফিকুল আলম মজনু অংশ নেবেন।

সালাম জানান, বিএনপি নয়াপল্টনে সমাবেশের জন্য অনুমতি চাইবে এবং সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ