Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে বড় দরপতন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

 দিনভর সূচকের ওঠানামা ও পতনের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। গতকাল রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১২৬ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। এর ফলে সূচক বৃদ্ধির পর নতুন সপ্তাহের প্রথম কর্মদিবস দরপতন হলো।
ডিএসইর তথ্যমতে, বাজারে ৩৪৪টি প্রতিষ্ঠানের ১০ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৫০৬টি শেয়ার কেনা-বেচা হয়েছে। এতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৭২৪ কোটি ১৫ লাখ ৬৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৯৭ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৮৭টির, আর অপরিবর্তিত ছিল ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগেরদিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২২ দশমিক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ২১৩ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। তৃতীয় স্থানে ছিল সামিট এলায়েন্সের শেয়ার। এরপরের অবস্থানে ছিল নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, রয়েল সি পার্ল টিউলিপ, জেএমআই হসপিটাল, আমরা টেকনোলজি এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।
অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৬৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭১ লাখ ৯২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৭ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা। লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৬১টির, আর অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ারের দাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ