Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের আগে সঙ্গে থাকা বান্ধবী ৫ দিনের রিমান্ডে

হত্যাকান্ডের শিকার বুয়েট শিক্ষার্থী ফারদিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশ হত্যাকান্ডের শিকার। হত্যাকান্ডের নেপথ্যের কারণ তদন্ত সাপেক্ষ। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বলেন।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন ফারদিন। তাকে হত্যা এবং লাশ গুমের অভিযোগে নিহতের বান্ধবী আয়াতুল্লাহ বুশরাকে এরই মধ্যে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। স্পর্শকাতর এই মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য ডিবিতে স্থানান্তরিত করা হয়েছে।

প্রাথমিক তদন্ত ও বিভিন্ন এলাকার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ শেষে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন গত ৪ নভেম্বর ফারদিন ও বুশরা প্রথমে সিটি কলেজ এলাকায় মিলিত হন। পরে নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা ঘুরে বেড়ান। বিকেল ৫টার দিকে ‘ইয়াম চা ডিস্ট্রিক্ট’ নামে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে ঢাবি ক্যাম্পাস এলাকায় ঘুরেছেন তারা। পরে রাত ১০টার দিকে ফারদিন বুশরাকে নিয়ে রিকশায় রামপুরা টিভি ভবন এলাকায় আসেন। এরপর থেকেই নিখোঁজ হন ফারদিন।

ছেলের নিখোঁজের ব্যাপারে পরদিন ৫ নভেম্বর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নৌপুলিশ ফারদিনের লাশ উদ্ধার করে।

ফারদিনকে হত্যা ও লাশ গুমের অভিযোগ এনে তার বাবা গত বুধবার রাতে ছেলের বান্ধবী বুশরাসহ অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজনের নামে রামপুরা থানায় একটি মামলা (নং-৯) দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার ভোরে রামপুরার একটি বাসা থেকে বুশরাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এজাহারে ফারদিনের বাবা ন‚র উদ্দিন রানা উল্লেখ করেছেন, গত ৪ নভেম্বর দুপুর ৩টার দিকে ফারদিন বুয়েটের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরদিন ৫ নভেম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা শেষে বাসায় ফিরে মায়ের হাতে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল তার। পরে জানতে পারি আমার ছেলে পরীক্ষায় অংশগ্রহণ করেনি ও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এজাহারে নূর উদ্দিন আরও উল্লেখ করেন, জিডির প্রেক্ষিতে রামপুরা থানার ওসি ও থানার ফোর্সদের চুলছেঁড়া জেরার মুখে বুশরা জানান, ফারদিন গত ৪ নভেম্বর বাসা থেকে বের হওয়ার পর ওইদিন বিকেল থেকে রাত পর্যন্ত বুশরার সঙ্গে সময় কাটিয়েছেন। তার ধারণা, তার ছেলেকে ৪ নভেম্বর রাত ১০টার পর থেকে ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টার মধ্যে যে কোনো সময় রামপুরায় অথবা অন্য কোথাও হত্যাকারীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।
ফারদিন নিখোঁজ ও মৃত্যুতে বুশরার ইন্ধন আছে বলেও উল্লেখ করেন ফারদিনের বাবা।

সংশ্লিষ্টরা জানান, গত চার বছর ধরে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে ফারদিনের। ওই তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ৪ নভেম্বর ঘোরাফেরার পর রাত সোয়া ১০টায় বাসায় ফিরে যান বলে পুলিশকে জানান ওই তরুণী।

এদিকে গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যুগপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বুয়েট ছাত্র ফারদিন হত্যার শিকার। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ-পর্যবেক্ষণ করা হচ্ছে। তার বিভিন্ন স্থানে লোকেশন পাওয়া গেছে। তদন্তপ‚র্বক এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ঘটনার প‚র্ব ও সমসাময়িককালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী এটা নিয়ে কাজ করছে। তদন্ত সাপেক্ষে খুনের নেপথ্যের কারণ বলা যাবে। এ ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে, সে অনুযায়ী পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ