Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সূচক বাড়লেও কমেছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। এর ফলে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচক বাড়লো। কিন্তু সূচক বাড়লেও কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্যমতে, বাজারে ৩৪৩টি প্রতিষ্ঠানের ১১ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৪১৪টি শেয়ার কেনা-বেচা হয়েছে। এতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকা।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ৮০টির, আর অপরিবর্তিত ছিল ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৫ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। তৃতীয় স্থানে ছিল নাভানা ফার্মার শেয়ার। এরপরের অবস্থানে ছিল সামিট এলায়েন্স, বসুন্ধরা পেপার, ইস্টার্ন হাউজিং, সিনো বাংলা, আমরা টেকনোলজি, সোনালী পেপার এবং রয়েল সি পার্ল টিউলিপ লিমিটেডের শেয়ার।
অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার টাকা। লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ৪৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১০৪টি কোম্পানির শেয়ারের দাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ