Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনী প্রধানের সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীরযোদ্ধাদের সাক্ষাৎ

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৯ জন বীরযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল জি এস সিহোটা (অবঃ) এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনী সদরদপ্তরে সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় সেনা প্রধান বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে তাদের অবদান অত্যন্ত শ্রদ্ধাভরে স¥রণ করেন ও তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীর যোদ্ধাদের  ৫৯ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল মহান বিজয় দিবস উপলক্ষে ৬দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় আগমন করেন। হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমান বন্দরে উক্ত প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর মাষ্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আব্দুস সালাম খান।
সফরকালে ভারতীয় বীর যোদ্ধাগণ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচীতে যোগদান ছাড়াও বঙ্গবন্ধু স¥ৃতি জাদুঘর পরিদর্শন এবং কাপ্তাই ও রাঙ্গামাটি ভ্রমণ করবেন। প্রতিনিধি দলটির আগামী ১৯ ডিসেম্বর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ