Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরিকালে বাংলাদেশ ব্যাংকে দু’বিদেশী গ্রেফতার

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরিকালে ২ বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, কারাম ও জালালী নেজাদ মোস্তফা। এরা ইরানের নাগরিক। গত বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।  
ব্যাংকের এক কর্মকর্তা জানান, এই দুই বিদেশী নাগরিক ব্যাংকে কী কাজে এসেছে তা জানা যায়নি। তারা ক্যাশ কাউন্টারে প্রবেশ করে ব্যাংকের ৩৫ নম্বর কাউন্টার থেকে এক লাখ টাকার বান্ডিল নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের হাতেনাতে ধরা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।  
মতিঝিল থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক বলেন, দু’জনের মধ্যে একজনের পাসপোর্ট পাওয়া গেছে। আরেকজন মেয়াদ বাড়ানোর জন্য জমা দিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ