পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : এখন থেকে ব্যবসায়ীদের আর জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) যেতে হবে না জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে নজিবুর রহমান বলেছেন, ভ্যাট দিতে ব্যবসায়ীদের এখন আর এনবিআরের কাছে যেতে হবে না। সবকিছু অনলাইন পদ্ধতিতে আসছে। দোকানে বসেই অনলাইনের মাধ্যমে তারা ভ্যাট দিতে পারবেন।
গতকাল জাতীয় ভ্যাট সপ্তাহ ২০১৬ এর সমাপনী দিন উপলক্ষে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আপনাদের হিসাবরক্ষণ ব্যবস্থা আধুনিক করবেন। ইসিআর ব্যবহার করবেন। এ ছাড়া যেকোনো সমস্যা সমাধানে এনবিআরের অনলাইন সেবা গ্রহণ করুন; আমরা আপনাদের সঙ্গে আছি। সব সময় সেবা দেব। আমরা এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে যাচ্ছি। এক্ষেত্রে সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে ঘনিষ্ঠতা দরকার।
বসুন্ধরা সিটি শপিংমল দোকান মালিক সমিতির সভাপতি এম.এ. হান্নান আজাদ বলেন, বসুন্ধরা সিটি শপিং মলে ২ হাজার ৩৭৫টি দোকানের মধ্যে ১ হাজার ৩৫৫টি দোকান চালু আছে। প্রতি বছর দুই ঈদকে কেন্দ্র করে আমাদের ব্যবসা ভালো হলেও গত বছর প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশিদের জন্য প্রায় ৬৫ হাজার ফ্রি ভিসা দেয়ায় অনেকে সেখানে গিয়ে শপিং করেছে। ফলে আমাদের লোকসান গুনতে হয়েছে। তবু আমরা ভ্যাট দিতে চাই। তবে আমাদের প্রেসার দেবেন না।
বসুন্ধরা শপিং মলের দোকানগুলোতে বিনামূল্যে ইসিআর (ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার) মেশিন দেয়ার দাবি জানান বসুন্ধরা সিটি শপিংমল দোকান মালিক সমিতির সহ-সভাপতি কে.এম. জহিরুল ইসলাম। তিনি বলেন, কিছুদিন আগেও এই মার্কেটে আগুন লেগেছিল। এখনও সেই প্রভাব কাটেনি।
বসুন্ধরা সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি এম.এ. হান্নান আজাদের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তেজগাঁও ভ্যাট অঞ্চলের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার। এ সময় আরও বক্তব্য রাখেন এনবিআর সদস্য (মূসক নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, এনবিআর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) সুলতান মো. ইকবাল, বসুন্ধরা সিটির ইনচার্জ লতিফুল হক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।