পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, বিশ^ স্বাস্থ্য সংস্থা ও বিশ^ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দেশের মোট জনসংখ্যার শতকরা ১৫ ভাগ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার। এই বিশালসংখ্যক মানুষকে দক্ষ জনবলে রূপান্তর করে সম্পদে পরিণত করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক পুনর্বাসনের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ রেখেছে এবং দিন দিন এই বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে শুধু সরকার কাজ করলেই হবে না। আমাদের সকলকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। গতকাল ডিজএ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ) ও প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের (এনসিডিডাব্লিউ) যৌথ আয়োজনে এবং ডিজএ্যাবিলিটি রাইটস ফান্ড (ডিআরএফ)-এর সহযোগিতায় রাজধানীর কাওরানবাজারস্থ বিজিএমইএ’র কনফারেন্স রুমে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিতকরণ’বিষয়ক জাতীয় সেমিনার ডিসিএফ-এর নির্বাহী পরিচালক নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এনসিডিডাব্লিউ সভাপতি নাছিমা আক্তার বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। কিছুসংখ্যক প্রতিবন্ধী নারী কর্মে আসলেও কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ না থাকায় প্রতিবন্ধী নারীরা কর্মে টিকে থাকতে পারছে না। প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানকে আরো সুসংহত করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব আরোপ করেন।
ঢাকা উইমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট নাজ ফারহানা আহমেদ বলেন, বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যবসা বাণিজ্যে নারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। প্রতিবন্ধী নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে তাদের বিদ্যমান সমস্যা অনেটাই লাঘব করা সম্ভব। সরকারের পাশাপাশি ঢাকা ইউমেন চেম্বার প্রতিবন্ধী নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরো বলেন, সিএসআর ফান্ডের আওতায় আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনেক কাজ করতে পারি। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য সিএসআর ফান্ড ব্যবহারে উৎসাহিত করতে হবে। মনে রাখতে হবে প্রতিবন্ধী ব্যক্তিরা এই গ্রহেরই মানুষ, তাদের উন্নয়নের জন্য নিবেদিত হওয়াটা আমাদের দায়িত্ব।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন এ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিডির কর্পারেটবিষয়ক ম্যানেজার হাসনাইন ফাতমি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।