Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে বসতভিটা ব্যবসা-বাণিজ্য রক্ষার্থে সমাবেশ

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর উপজেলা সংবাদদাতা ঃ গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার দাড়িপাকা এলাকায় শত বছরের বসতভিটা ও ব্যবসা-বাণিজ্য রক্ষার্থে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ.লীগ সম্পাদক শওকত শিকদার। কালিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কালিয়া ইউপি চেয়ারম্যান এস এম কামরুল হাসান ওরফে হারিচ বিএসসি, উপজেলা আ.লীগ সহ-সভাপতি আ.ছাত্তার,আজহারুল ইসলাম প্রমুখ। বক্তাগণ আশ্বস্ত করে বলেন, বড়চওনা মৌজার দাড়িপাকা ৪০৮ নং দাগে বনবিভাগের লোকজন আসবে না। বনবিভাগের গেজেটভুক্ত জায়গায় বিল্ডিং নির্মাণ করায় এবং বনবিভাগের লোকজন বাধা প্রদান করায় গতকাল শনিবার এ সমাবেশের আয়োজন করা হয়। এব্যাপারে কচুয়া বিট অফিসার মো.মঞ্জুরুল ইসলাম বলেন, বনবিভাগের গেজেটভুক্ত জায়গায় পুরাতন বিল্ডিংয়ের সম্প্রসারণের কাজ শুরু করলে অভিযোগের ভিত্তিতে আমরা বাধা প্রদান করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ