Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা

থানায় সেবার মান বাড়ানোর তাগিদ আইজিপির

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

কোন রাজনৈতিক দল বড় ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই জন্য রাজধানীসহ সারাদেশের পুলিশকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে বৈঠকে। বিশেষ করে বিএনপিসহ সরকার বিরোধীরা আন্দোলন বেগবান করতে চাচ্ছে। রাজনৈতিক সংঘাত এড়াতে পুলিশকে আরো নজর দিতে হবে। গত মঙ্গল ও গতকাল বুধবার দুই দিন সারাদেশে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে কোয়ার্টারলি কনফারেন্সের এ সব নির্দেশনা দেন শীর্ষ কর্মকর্তারা।

অন্যদিকে বৈঠকের শেষ দিন গতকাল বুধবার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বলেছেন, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সারাদেশে থানার সেবার মান আরও বাড়াতে হবে।

তিনি আরো বলেন, পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক সাফল্য রয়েছে। পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।
পুলিশ প্রধান বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে সদাচরণ করতে হবে, তাদের প্রত্যাশিত সেবা দেয়ার সদিচ্ছা নিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি এক্ষেত্রে তদারকি বাড়ানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, এটা জনগণের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পুলিশকে আরও দ্রুততম সময়ের মধ্যে এ সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে দুই জন ডিআইজি ইনকিলাবকে বলেন, রাজনৈতিক অস্থিরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। সরকার বিরোধীরা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। এই জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন। বিশেষ করে সংঘাত এড়াতে পুলিশ সার্বক্ষনিক নজরে রাখতে বলেছেন। বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দল গনতান্ত্রিকভাবে মিছিল-সমাবেশ করবে। এতে পুলিশ বাধা দিবে না। তবে এসবের নামে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে। তারা আরও বলেন, ডিসেম্বর মাস নিয়ে আমরা বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। এই মাসে আন্দোলনের নামে যাতে কোন ধরনের সংঘাত না হয় সেইদিকে বিশেষ নজর দেয়া হবে। তাছাড়া যেকোন পরিস্থিতি ঠেকাতে বেশকিছু প্রদক্ষেপ নেয়া হয়েছে।

উল্লেখ্য দুই দিনব্যাপী পুলিশ সদরদপ্তরের কোয়ার্টারলি সম্মেলন গতকাল বুধবার শেষ হয়েছে। এতে সব অতিরিক্ত আইজিপি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপাররা অংশ নেন। সম্মেলনে চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে (জুলাই- সেপ্টেম্বর) সারা দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ