Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

৯৪টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনরায় পরীক্ষা করতে বলেছে ইসি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১০:৪২ পিএম

অনিয়মের কারণে গত ১২ অক্টোবর স্থগিত হয়ে যাওয়া গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের ৯৪টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনরায় তদন্ত করতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইসি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত হচ্ছে, উপ-নির্বাচনে স্থগিত হওয়া ৫২টি কেন্দ্র ছাড়া বাকি ৯৪টি কেন্দ্রের জন্য আমরা কোনো সিদ্ধান্ত দেইনি বা পুরোপুরি পর্যবেক্ষণ করিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটি কমিটি আমাদের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবে এবং এ বিষয়ে একটি পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে।

এজন্য আমরা ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছি। আগের কমিটি এটা করবে এবং সাত দিনের মধ্যে আমাদের একটি প্রতিবেদন দেবে।

পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিইসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ