Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যক্তিগত জেট বিমানে ভ্রমণের নয়া শতকোটি ডলারের উদ্যোগ

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ম্যাশেবল ইনক : আপনি কি একটি ব্যক্তিগত জেট বিমানের কাছাকাছি হতে চান? হ্যাঁ, তা সস্তা নয়, তবে এটা সম্ভব এবং তা অনেক সহজ হচ্ছে।
বেসরকারী জেট মার্কেটপ্লেস জেটস্মার্টার সোমবার ঘোষণা করেছে যে কোম্পানি সিরিজ সি রাউন্ডে ১০ কোটি ৫০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে। কোম্পানি ১৫০ কোটি ডলারের প্রাক-মানি ভ্যালুয়েশনে পৌঁছার পর তা কোম্পানিকে প্রযুক্তির নতুনতম ইউনিকর্ন হিসেবে স্থাপন করেছে। জেট স্মার্টার হচ্ছে শুধু সদস্যদের সেবাদানকারী প্রতিষ্ঠান যেখানে লোকজন শিডিউল করা ফ্লাইটের আওতায় প্রবেশের জন্য সাড়ে ১১ হাজার ডলার বার্ষিক ফি এবং সাড়ে ৩ হাজার ডলার এককালীন প্রাথমিক ফি প্রদান করে। তারা তাদের নিজেদের ফ্লাইট বানাতে নির্বাচনও করতে পারে।  
কোম্পানির প্রতিষ্ঠাতা ও সি ই ও সের্গেই পেট্রোসভ বলেন, আমাদের পুরো মিশনই হচ্ছে আবার উড়াল মজার আয়োজন করা। আপনি যখন তা করেন ও আসলে তা প্রদান করেন তা পরিবহন টুকরাকে ছাড়িয়ে যায়। আমরা পরিবহন থেকে পণ্য শব্দটি সরিয়ে ফেলছি।
উবার ও অন্যান্য যানবাহনের মত প্রশংসিত সেবার মত সব কিছুই অ্যাপের মাধ্যমে সহজগম্য।
পেট্রোসভ তার প্রথম ব্যক্তিগত জেট বুক করার পর ২০০৯ সালে এ কোম্পানির ধারণা মাথায় আসে। তিনি এ অভিজ্ঞতাকে সম্পূর্ণরূপে সেকেলে বলে আখ্যায়িত করেন যাতে আপনাকে বহু মানুষের সাথে কথা ফোনে বলতে হবে, একটি ইনভয়েস পূরণ করতে ও তা আবার ফেরত পাঠাতে হবে।
অন্য প্রতিযোগীরা থাকা সত্ত্বেও, যাদের কোনো কোনোটি আবার বন্ধ হয়ে গেছে, পেট্রোসভ চ্যালেঞ্জটি গ্রহণ করেন এবং বলেন, তারপর থেকে কোম্পানি ৩০ জনের কম যাত্রী বহনকারী জেটগুলোর জন্য মার্কেটপ্লেসের ৯৬ শতাংশে পৌঁছেছে।
সর্বশেষ তহবিল রাউন্ড আসে ২০১৫ সালের জুলাই মাসে ৫ কোটি ডলারের বি রাউন্ড সিরিজ বন্ধ হওয়ার পর। বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে ছিল সউদি রাজপরিবার ও জে জেড। নয়া বিনিয়োগকারীদের মধ্যে ছিল আবুধাবিভিত্তিক একটি প্রবৃদ্ধি সমতা তহবিল, জেট ব্যবস্থাপনা কোম্পানি জেট এজ, লন্ডন ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম কে জেড ক্যাপিটাল এবং কাতার ভিত্তিক একটি বেসরকারী ইকুইটি ফান্ড।
পেট্রোসভ বলেন, আমরা এ ক্ষেত্রটি এভাবে দেখলাম যে বিজয়ীরা সব নিয়ে গেছে। গাড়ির ক্ষেত্রে যে রকম হয় আমাদের প্রতিযোগিতা সে রকম ছিল না।
এ পর্যন্ত জেটস্মার্টারের সদস্য সংখ্যা ৬ হাজার ৭শ’রও বেশী। এ বছরে তারা ৫০ হাজার থেকে ৫৫ হাজার  যাত্রী বহন করবে। সদস্যরা টাকা দিয়ে অতিথি যাত্রী নিতে পারবেন।
পেট্রোসভ বলেন, আমাদের নানা বিষয় আছে। বহু লোক আমাদেরকে সামাজিক নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করে। আমাদের সেবা পরিবহনকে ছাড়িয়ে গেছে। এটা কান্ট্রিক্লাবের চেয়েও বেশীকিছু।
কোম্পানির ইতিহাসের উপর দিয়ে বিজনেস মডেলের পরিবর্তন ঘটেছে। এর আগে জেট স্মার্টার তিনটি মূল্যস্তরের প্রস্তাব করে। সেখানে এম্পটি লেগ ফ্লাইট বুকের বার্ষিক সস্তা স্তরটি হচ্ছে ৪ হাজার ডলার। পেট্রোসভ বলেন, ভবিষ্যতে কোম্পানি আরো ফ্লাইট যোগ করছে এবং সম্ভবত আরো লোয়ার-এন্ট্রি সার্ভিস চালুর কথা ভাবছে। কোম্পানির বর্তমানে ৩শ’ মাইলের নিচে বেটা টেস্টিং ফ্লাইট রয়েছে যেখানে মাথাপিছু প্রতি মাইল ১ ডলার পরিশোধ করে।
জেটস্মার্টার ২০১৭ সালের প্রথম চতুর্মাসিকে ভারতে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। তারপর চীন এবং এ বছরের শেষদিকে ল্যাটিন আমেরিকায় ফ্লাইট চালু করবে।
জেটস্মার্টার কোম্পানির ২৫০ জন কর্মী রয়েছে। লন্ডন, জুরিখ, মস্কো ও দুবাইতে কোম্পানির অফিস রয়েছে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে তাদের প্রধান কার্যালয়।
পেট্রোসভ বলেন, এগিয়ে যাওয়াই হচ্ছে বড় চ্যালেঞ্জ। বর্তমান ভ্রমণকারীদের শিখাতে হবে যে শেয়ার করা ঠিক আছে এবং ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে আপনি বুক করতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ