পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : দুর্ঘটনাকবলিত শিশুকে বাঁচানোর আকুতি নিয়ে কান্নায় ভেঙ্গে পড়া সেই সেরা পুলিশ কনস্টেবল শের আলীর জন্য প্রেসিডেন্ট পুলিশ পদকের (পিপিএম-সেবা) জন্য সুপারিশ করেছেন সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার। গতকাল (বুধবার) সুপারিশের চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার।
সিএমপির কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসে শের আলীর জন্য পিপিএম’র সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেন। পুলিশ কনস্টেবল শের আলী চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা ইউনিটের উত্তর-দক্ষিণ বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটে কর্মরত।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) পরিতোষ ঘোষ বলেন, শের আলী পুলিশ বিভাগের মাথা উঁচু করেছেন। তিনি পুলিশ বাহিনীর গর্ব। মানবিকতাবোধ থেকে তিনি একটি শিশুকে বাঁচানোর জন্য যেভাবে ছুটে গেছেন তাতে আমরা গর্বিত। আমরা গোয়েন্দা ইউনিট থেকে তাকে পুরস্কৃত করার একটি প্রস্তাব কমিশনারকে দিয়েছি। তিনি তাৎক্ষণিক বিষয়টি চূড়ান্ত করেছেন।
কনস্টেবল শের আলী তিনদিনের ছুটিতে গ্রামের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া গ্রামে গিয়েছিলেন। রোববার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার পানিরছড়া এলাকায় শের আলীর বাড়ির কাছাকাছি এলাকায় বাস উল্টে নিহত হন চারজন। একই দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ২৩ জন।
শের আলী বাঁচার জন্য আর্তনাদরত একটি পাঁচ বছরের শিশুকে বাসের ভেতর থেকে বের করে দ্রুত হাসপাতালে নেন। এসময় শিশুটিকে কোলে নিয়ে তার কান্নার ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। ছুটি শেষে মঙ্গলবার শের আলী কর্মস্থলে যোগ দিয়েছেন। মানবিক এই কাজের জন্য নগর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব সদস্য মিলে শের আলীকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।