Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে উচ্ছেদ অভিযান শুরু

ঢাকা-সিলেট মহাসড়ক

নরসিংদী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১:২২ এএম

ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অভিযানের চালিয়ে জেলা সদরসহ প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগ। জানা গেছে, গতকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ সময় কয়েক শত অবৈধ স্থাপনা বুলড্রেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল হক, মোবাইল কোর্ট পরিচালনা দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান, সহযোগিতায় ছিলেন নরসিংদী জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কারিগরি টিম। এই অভিযান পরিচালনার আগে সরাসরি নোটিশ, মাইকিং ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ স্থাপনার মালিকদের অবগত করানো হয়। তারপরও ফুটপাত দখল বন্ধ হয়নি। এ বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল হক বলেন, সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং আমাদের অভিযান চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ