Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোল্ডেন মনিরের জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১:২৩ এএম

অবৈধ অস্ত্র মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের জামিন আগামি রোববার পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার কোর্ট। সরকারপক্ষের আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার চেম্বার জাস্টিস এম.ইনায়েতুর রহিমের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আপিলটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আগামি সোমবার আপিল বিভাগে এটির শুনানির জন্য কার্যতালিকায় থাকবে। এ তথ্য জানিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। সরকারপক্ষে আবেদনের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। তিনি বলেন, রাজধানীর বাড্ডা থেকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার কোর্ট।

এর আগে ২০২০ সালের ২১ নভেম্বর বাড্ডার নিজ বাসা থেকে গোল্ডেন মনিরকে আটক করা হয় গোল্ডেন মনিরকে। এ সময় তার বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশী পিস্তল-গুলি, মদ, ১০ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। এছাড়া, তার বাড়ি থেকে অনুমোদনহী দু’টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। একেকটি গাড়ির বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। তার ‘অটো কার সিলেকশন’ নামের গাড়ির শোরুম থেকে আরও ৩টি অনুমোদনহীন দামী গাড়ি জব্দ করা হয়।
ঢাকা ও আশেপাশের এলাকায় ২ শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েক জন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। তবে প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছেন মনির।

এর আগেও গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এবং রাজউকে একটি মামলা রয়েছে। মনির মূলত একজন হুন্ডি ব্যবসায়ী ও স্বর্ণের চোরাকারবারি। এ থেকেই মনির পরিচিতি পান ‘গোল্ডেন মনির’ হিসেবে। আটক করার পর র‌্যাব বাদী হয়ে মনিরের বিরুদ্ধে অস্ত্র, বিশেষ ক্ষমতা ও মাদক আইনে ৩টি মামলা করে। এর মধ্যে গত ৩১ অক্টোবর অস্ত্র মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল করে সরকারপক্ষ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ