Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনিয়া ই-অরেঞ্জ থেকে সরিয়েছেন ১৮ কোটি টাকা

হাইকোর্টে বিএফআইউ’র প্রতিবেদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

কথিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’র প্রতিষ্ঠাতা সোনিয়া মেহজাবীন,তার ভাই পুলিশের বরখাস্তকৃত ইন্সপেক্টও শেখ সোহেল রানা ও চাচা মো: জায়েদুল ফিরোজ গ্রাহকের ১৮ কোটি ৫৬ লাখ টাকা সরিয়েছেন। প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে এ অর্থ সরানো হয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)র দাখিলকৃত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী মো: আব্দুল কাইয়ুম লিটন।
বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চে প্রতিবেদন দাখিল করে সংস্থাটি। এর আগে একই আদালত ই-অরেঞ্জের কাছে আটকে থাকা গ্রাহকের টাকা বিদেশে পাচার হয়েছে কি না, তা খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিলেন। ওই নির্দেশনার প্রেক্ষিতে এ প্রতিবেদন জমা দেয় বিএফআইইউ।
ই-অরেঞ্জ থেকে পণ্য কিনে প্রতারণার শিকার দাবি করে ৫৪৭ গ্রাহকের পক্ষে ৬ গ্রাহকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ৭ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে প্রতিবেদন চান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ