Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই দিতে চায় মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম


বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আজ থেকে বইয়ের ছাপার কাজ শুরু হচ্ছে বলে গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, সরকার সময় মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায়। আবার বইয়ের মানটাও ঠিক রাখতে চাই। এখন যদি কাগজের পাল্প পাওয়াই না গেলো, তখনতো সেকেন্ডারি পাল্প দিয়ে হলেও কাগজ আমার দিতে হবে। সেখানে যদি কিছুটা হেরফের হয়- গ্রহণযোগ্য মাত্রায় তো হতেই হবে।
বইয়ের মান নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এমনিতেও তো আপনারা প্রত্যেকবার মান নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের ৩৫ কোটি বই সবগুলো তো আসলে চেক করা সম্ভব হয় না। কিন্তু আমরা চাই এটাকে মানে রাখতে। যতটুকু পর্যন্ত মানের রাখার সম্পূর্ণ চেষ্টা আমাদের থাকে। এবারও সেই চেষ্টা থাকবে। বিভিন্ন ধরনের যে বাস্তবতা থাকে সেগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে। কাল থেকে বই ছাপা শুরু হবে। যে মানের আমরা চাই, সেটা তারা দিতে পারবে বলে জানিয়েছে।
অনেক চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কাগজ কল, ছাপাখানার লোকদের সঙ্গে কথা বলেছি। সেসব কথা বলার ভিত্তিতেই বলছি, আমরা সময়মত বই দিতে পারব আশা করি। দীপু মনি আশা করছেন, সময়মত প্রাক প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিকের বই পেতে সমস্যা হবে না। অনেক চ্যালেঞ্জ রয়েছে। বড় চ্যালেঞ্জ হল কাগজের। বিশ্ববাজারে কাগজের দাম বেড়েছে। নানা বিষয় আছে। টেন্ডার প্রক্রিয়া নানা কারণে বিলম্বিত হয়েছে। বিদ্যুৎ, আশা করছি লোড শেডিং কমে যাবে। কিছু সমস্যা তো আছেই। এটাও ঠিক গত দুবছরও করোনাভাইরাসের মধ্যে আমরা সময়মত বই দিয়েছি। এবারও আশা করছি ১ তারিখে (জানুয়ারি) দিতে পারব।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ