Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোটরসাইকেলে যাত্রী পরিবহন প্রকল্প গ্রহণ

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সমবায় অধিদপ্তরের সমবায় সমিতিসমূহের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের প্রকল্প গ্রহণ করবে। আগামী এক সম্পাহের মধ্যে রাজধানী ও রাজধানীর বাইরে ১০টি করে সমিতিকে পাইলট হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রকল্প প্রস্তাব দেয়ার নির্দেশনা দেয়া হয়। এতে করে বহিঃবিশ্বের ন্যায় এ দেশের সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ, স্বল্প ব্যয়ী ও কর্মসংস্থান সৃষ্টি হবে। গতকাল স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীনস্ত বিভিন্ন সংস্থার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী একটি বাড়ি একটি খামার প্রকল্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপ্রসূত বিশেষায়িত প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রকল্প কাজে কারো কোন গাফিলতি বা শৈথিল্যতা বরদাশ্ত করা হবেনা। তিনি পল্লী জনপদ প্রকল্পের অধীন সকল প্রকল্প কাজ আগামী একমাসের মধ্যে দৃশ্যমান করার জন্য নির্দেশনা দেন। অন্যথায় প্রকল্প কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি প্রকল্পের কাজের স্বচ্ছতা ও অপচয় রোধে ই-টেন্ডারিং ব্যবস্থা বজায় রাখা, শূন্য পদ পূরণ ও সমধর্মী এক বা একাধিক প্রকল্প গ্রহণ না করার নির্দেশনা দেন। বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সকল প্রকল্প একটি ছাতার নীচে নিয়ে আসতে হবে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দেশের প্রায় চারকোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর কর্মসূচিকে এগিয়ে নিতে প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর সৎ, দক্ষ ও আন্তরিক হতে হবে।






 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ