Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজনৈতিক সমাধান ছাড়া আইএমএফের ঋণ ফুটো কলসিতে পানি ঢালার মতো

সুজনের সভায় বিশিষ্টজনদের অভিমত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশকে ঋণসহায়তা দেওয়ার বিষয়ে আলোচনার জন্য ঢাকায় অবস্থান করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল। ঋণের শর্ত হিসেবে আইএমএফ দেশের আর্থিক নীতিতে কিছু সংস্কারের অনুরোধ জানিয়েছে। তবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলছে, গণতান্ত্রিক ও রাজনৈতিক সমস্যার সমাধান ছাড়া দেশের আর্থিক সংকট যাবে না। নয়তো আইএমএফের ঋণ ফুটো কলসিতে পানি ঢালার মতোই হবে। গতকাল মঙ্গলবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) ‘অর্থনৈতিক সংকট নিরসনের পূর্বশর্ত রাজনৈতিক সংস্কার’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।

সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার লিখিত বক্তব্য তুলে ধরার সময় বলেন, দেশে এখন তিনটি মূল সমস্যা অর্থনৈতিক, গণতান্ত্রিক ও সুশাসনের সমস্যা। এই তিনটিই একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটিকে বাদ দিয়ে আরেকটির সমাধান সম্ভব নয়। বিরোধী দল যারা আসছে, তারা একসঙ্গে নির্বাচন করেই আসছে। কিন্তু সত্যিকার অর্থে কোনো বিরোধী দল নেই। ব্যাপকভাবে দলীয়করণের কারণে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো ভেঙে গিয়েছে। সমস্যাগুলো আরো প্রকট হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনা মহামারির কারণে।

দেশের চলমান সংকট কাটাতে রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক ঘাটতি পূরণ করা দরকার উল্লেখ করে বদিউল আলম বলেন, ফুটো কলসিতে পানি যতই ঢালা হোক, তাতে যেমন কলসি ভরবে না, তেমনি রাজনৈতিক তথা গণতন্ত্রের ঘাটতি পূরণ অর্থাৎ জনগণের ভোটাধিকার ফেরত প্রদান এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের লাগাম টানা সম্ভব না হলে অর্থনৈতিক সংকট থেকেই যাবে। অর্থ ধার করেও লাভ হবে না। রাজনৈতিক দলসহ অংশীজনেরা বসে সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে জাতীয় সনদে স্বাক্ষর করবে জনিয়ে তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর পাল্টাপাল্টি সমাবেশের অবস্থা দেখে মনে হচ্ছে, আমরা সংঘাতের দিকে যাচ্ছি, যা কারও জন্যই কল্যাণ বয়ে আনবে না।

সুজনের নির্বাহী কমিটির সদস্য আহসান এইচ মনসুর বলেন, বৈদেশিক বাণিজ্যে বিশাল যে ঘাটতি আছে, তা কমাতে হবে, রিজার্ভ আর কমতে দেওয়া যাবে না। অভ্যন্তরীণ রাজনৈতিক ঐকমত্য দরকার। অর্থনৈতিক স্থিতাবস্থা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি মূল্যস্ফীতি কমানোর পরামর্শ দেন।

রাজনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই বলে জানান স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, এখন বিরোধী দলহীন জাতীয় সংসদ চলছে। আইএমএফের সঙ্গে আলোচনা সফল হওয়ার প্রত্যাশা করে তিনি বলেন, ঋণ সব সময় খারাপ না। এর ইতিবাচক দিকও আছে। ঋণের এই আলোচনার সময়ে অর্থমন্ত্রী অনুপস্থিত, জ্বালানির দুর্দশার সময় জ্বালানি উপদেষ্টার হতাশামূলক কথা এবং কিছু রাজনৈতিক নেতার সকাল-বিকেল গালমন্দ করা খুব একটা ভালো লক্ষণ না। এখন বিভক্তির সময় না, ঐক্যের সময়।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, এখন মারামারির সময় না, রাজনৈতিক স্থিতি ছাড়া সমাধানের পথ নেই।

এ সময় সুজন জাতীয় সনদে বেশ কিছু বিষয়ের কথা উল্লেখ করেছে। সেগুলো হলো রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, নির্বাচনী সরকার, নির্বাচনকালীন সরকার, কার্যকর জাতীয় সংসদ, স্বাধীন বিচার বিভাগ, সাংবিধানিক সংস্কার, গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল, স্বাধীন বিধিবদ্ধ প্রতিষ্ঠান, দুর্নীতিবিরোধী অভিযান, প্রশাসনিক সংস্কার, বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার বিভাগ, গণমাধ্যমের স্বাধীনতা, শক্তিশালী নাগরিক সমাজ, মানবাধিকার সংরক্ষণ, নতুন সামাজিক চুক্তি, পরিবেশের ভারসাম্য, আর্থিক খাতের সুশাসন, সাম্প্রদায়িক মানসিকতার অবসান, তরুণদের জন্য বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন ও পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ