পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হলেও শনাক্ত হয়েছেন ৮৮ জন। এর একদিন আগে গত রোববার শনাক্ত ছিল ১১৫ জন। এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৯ হাজার ৪২৩ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ২৪০ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৪৯টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ২ দশমিক ৪১ শতাংশ। সুস্থ হয়েছেন ৩১৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৮২৪ জন। এসময় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৬৪৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৪৯টি। এ পর্যন্ত এক কোটি ৫০ লাখ ৪ হাজার ৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ২ দশমিক ৪১ শতাংশ এবং এখনও পর্যন্ত ১৩ দশমিক ৫৬ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৩৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।