Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জমে বরফ আমেরিকা

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জমে বরফ আমেরিকা। সদ্যসমাপ্ত নির্বাচনের উত্তেজনা কাটিয়ে এখন হিমশীতল মার্কিন মুল্লুক। সুমেরুয় বৃত্তে বায়ুর চাপ কমে যাওয়ার জের। তুষার ঝড়ে জেরবার গোটা উত্তর আমেরিকা। শিকাগো শহরে ওহেয়ার ও মিডওয়ে বিমানবন্দর থেকে বারোশোর বেশি বিমান বাতিল করা হয়েছে।
শনিবার থেকেই লাগাতার তুষারপাত চলছে। শিকাগো ১০ ইঞ্চি বরফের তলায়। হাইওয়েগুলো সচল রাখতে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করছে মার্কিন বিপর্যয় মোকাবেলা দফতর। মিশিগানে বরফ জমেছে ১৩ ইঞ্চি। মিনেসোটায় ৯ ইঞ্চি বরফ জমেছে। আর এর মধ্যেই দেশজোড়া বিতর্ক তুলে সিআইএ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পেছনে ‘রাশিয়ান হাত’ থাকার তত্ত্ব। এ বিষয়ে চূড়ান্ত তদন্তের ফল অবশ্য এখনো প্রকাশিত হয়নি। ফলে প্রকৃতিক শীতলতা ও রাজনৈতিক উত্তাপ এ দুইয়ের মিলনে ‘অদ্ভুত’ জীবন কাটাচ্ছেন আম মার্কিনীরা। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ