Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে সোহান শিকদার (২৪) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ লেখা ১টি ট্রাকস্যুট, ১টি মোটরসাইকেল, ১টি সোল্ডার লাইট, ১টি টর্স লাইট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, গ্রেফতারকৃত সোহান পুলিশের একজন সদস্য বলে পরিচয় দিতেন। দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ব্যবহার করে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তার কাজ। গ্রেফতারের সময় সোহান পুলিশের ট্রাকস্যুট, রিফ্লেস্টিং ভেস্ট পরিহিত অবস্থায় ভুয়া পুলিশ পরিচয়ে এলাকায় চাঁদাবাজি করছিলেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ