Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ডিএসইর মুনাফা ১২ বছরে সর্বোচ্চ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

গত জুন সমাপ্ত সর্বশেষ হিসাব বছরে (২০২১-২২ অর্থবছর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৪ কোটি ৭৯ লাখ টাকা। স্টক এক্সচেঞ্জটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৯ পয়সা। এর আগের হিসাব বছরে ডিএসইর নিট মুনাফা ছিল ১১২ কোটি ৯৫ লাখ টাকা এবং ইপিএস ছিল ৬৩ পয়সা। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই।
ডিএসইর এ মুনাফা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১০ সালের শেয়ারবাজারে ধসের পর এত মুনাফা আর কোনো বছরে হয়নি। মূলত লেনদেন বৃদ্ধির কারণে মুনাফা বেড়েছে। গত বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরিষদে উপস্থাপন করা হয়। পরিষদে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আগামী ২৬ ডিসেম্বর ডিএসইর এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২৮ নভেম্বর। গত জুন শেষে ডিএসইর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৭৯ পয়সা। ২০২১ সালের জুন শেষে ছিল ১০ টাকা ৪৯ পয়সা।
এদিকে নির্ধারিত মেয়াদ শেষে ডিএসইর দু’জন শেয়ারহোল্ডার পরিচালক অবসরে যাচ্ছেন। দুই পরিচালক পদে নির্বাচনের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে নির্বাচন কমিশন গঠন করেছে ডিএসইর পরিষদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ