পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বৈধ অভিবাসনের জন্য নতুন বাজার খুঁজছে সরকার। ইতোমধ্যে চার হাজার বাংলাদেশির কর্মসংস্থানের জন্য গ্রিসের সঙ্গে চুক্তি করা হয়েছে। এছাড়া ইতালি, মাল্টাসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে চুক্তির জন্য আলোচনা করছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আয়োজিত এক কর্মশালায় পররাষ্ট্র সচিব বলেন, ‘গ্রিসের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারকে চার হাজার বাংলাদেশির ৫ বছরের জন্য কর্মসংস্থান হবে। এর ফলে অবৈধ অভিবাসন দ্রুত কমে আসবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, এ ধরনের চুক্তি করতে ইতালি ও মাল্টাসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছি। ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার জন্য ইউরোপীয়ান ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ বৈধ পথে অভিবাসন চায় এবং এই চুক্তি তার প্রতিফলন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।