পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর নাখালপাড়া রেলক্রসিংয়ে গতকাল বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় জুনায়েদ বুগদাদী (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত জুনায়েদের ফুফু আমেনা আক্তার জানান, নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল জুনায়েদ। গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় সে। এর ৫ মিনিট পরই তারা খবর পান ট্রেনের ধাক্কায় আহত হয়েছে জুনায়েদ। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টায় তার মৃত্যু হয়।
নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া। বাবার নাম আতাউর রহমান জুয়েল। পরিবারের সঙ্গে তেজগাঁও প‚র্ব নাখালপাড়ার থাকতো। ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড় সে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।