পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খুলনা ব্যুরো : খুলনার রূপসা উপজেলায় সীমা খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত সীমা স্থানীয় কাজদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামে শেখ সারোয়ার হোসেনের মেয়ে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে ৪জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনার সময় বাড়িতে ওই ছাত্রী একা ছিল। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে আসলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এদিকে, মেয়ে নিহতের পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশের ধারণা- এলাকার কিছু বখাটে যুবকেরা হয়তো সীমাকে বাড়ীতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে এবং সীমা তাদের চিনে ফেলায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে রূপসা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।