Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের গুলি লাঠিচার্জ

গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নগরীর নাসিমন ভবন এলাকায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিলে ফাঁকা গুলি, টিয়ারসেল ও লাঠিচার্জ করেছে পুলিশ। সেখান থেকে পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি নাসিমন ভবন মাঠ থেকে বের হয়ে কাজির দেউড়ি এলাকা অতিক্রমকালে পুলিশ বাধা দেয়। কর্মীরা বাধা অতিক্রম করে মিছিল করতে গেলে হামলা চালায় পুলিশ।
তবে পুলিশের দাবি, মিছিলে বাধা দিলে কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এরপর পুলিশ সেখান থেকে ১০ জনকে আটক করেছে। ইট-পাটকেলে চার পুলিশ সদস্য আহত হয়েছে। তবে স্বেচ্ছাসেবক দলের নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। হামলা চালিয়ে নেতাকর্মীদের আটক করে। পুলিশের হামলা ও টিয়ারসেলে দক্ষিণ জেলার আহ্বায়ক মনজুর আলম তালুকদার, পটিয়ার নেতা মো. মুরাদসহ তাদের ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ