Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাখালীতে মধ্যরাতের আগুনে পুড়ে গেছে সাততলা বস্তির শতাধিক ঘর

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে মধ্যরাতের আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। প্রায় দুই ঘণ্টা চেষ্টার ফলে রাজধানীর মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে। পুড়ে গেছে দেড় শতাধিক ঘর। প্রাথমিকভাবে এই ঘটনাকে নাশকতা বলে ধারণা করা হলেও ঘটনার সত্যতা সম্বন্ধে কিছুই জানা যায়নি।
জানা যায়, গত রোববার দিবাগত রাত ১টার দিকে সাত তলা বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে অনেক ঘরবাড়ি। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা না গেলেও এই ঘটনাকে নাশকতামূলক কর্মকা- বলে ধারণা করছেন অনেকেই।
সহায়-সম্বল আর ঠিকানা হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন মহাখালী বস্তির কয়েক’শ মানুষ। ঘটনা তদন্তে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
এর আগে, ৪ ডিসেম্বর মহাখালী-বনানীতে অবস্থিত কড়াইল বস্তিতে আগুনে ৫০০-এর বেশি ঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। পরবর্তীতে  ১৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মহাখালী এলাকার একজন বাসিন্দা জানান, গতকাল  সোমবার প্রথম প্রহরে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিউটের পেছনে আগুনের শিখা ও ধোঁয়া উড়তে দেখেন তারা। ফায়ার সার্ভিস কাজ শুরু করার পর আগুন স্তিমিত হয়ে আসে। রাতের ওই সময়ে আগুন যখন লাগে তখন বস্তির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে পড়েছিলেন। তবে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।    
এদিকে বস্তির বাসিন্দারা বৈদ্যুতিক গোলযোগ বা রান্নার চুলা থেকে আগুন লাগার সন্দেহের কথা বললেও অগ্নিনির্বাপক বাহিনী অগ্নিকান্ডের কারণ নিশ্চিত করতে পারেনি। ক্ষয়-ক্ষতির আর্থিক পরিমাণ কত, তাও তাৎক্ষণিকভাবে নিরূপণ করতে পারেননি তারা।  
মহাখালীতে স্বাস্থ্য বিভাগের জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা ওই বস্তিতে প্রায় সাতশ’ ঘরে কয়েক হাজার মানুষের বসবাস। আগুনে সহায়-সম্বল হারিয়ে তাদের অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এর আগে গত ৪ ডিসেম্বর সাততলা বস্তির দুই কিলোমিটারের মধ্যে থাকা মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগে। সেই অগ্নিকান্ডে কয়েকশ’ ঘর পুড়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ