পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিনামূল্যে মানসিক স্বাস্থ্য বিষয়ক ইয়ুথ মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসো জীবনের গান গাই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন ও আঁচল ফাউন্ডেশন এই কার্নিভালের আয়োজন করছে। যেখানে সহযোগী হিসেবে থাকবে বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক এবং আরও বেশ কয়েকটি সংগঠন। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজনকারীরা। এই কার্নিভাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে বাংলাদেশের বিশিষ্ট মানসিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো থেকে অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং, ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের জন্য পরামর্শ, থেরাপিউটিক এক্টিভিটি যেমন ইয়োগা, মেডিটেশন, আর্ট সেরাপি, কে খেলাপি। বিভিন্ন কর্মকান্ডের মধ্যে থাকছে- মাইম গান, ব্যান্ডের গান, মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী, সাংবাদিক ও সেলিব্রিটিদের সাথে কথোপকথন।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন সঙ্গীত শিল্পী ও মানসিক স্বাস্থ্যকর্মী ফারজানা ওয়াহিদ সায়ান এবং সমাপনী অনুষ্ঠানে থাকবে মিউজিক ব্যান্ড জলের গান। অনুষ্ঠানে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করবে নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট, ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, আঁচল ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, হিল বাংলাদেশ, হিরোস ফর অল, কেপিআর, হিলিং হার্ট কাইন্সেলিং ইউনিট, মন নিয়ে,মনের বন্ধু, নো পাসপোর্ট ভয়েস, পিডব্লিউএইচসি, শিশু আঙ্গিনা, আইসোস্যাল এবং কান পেতে রই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।